মানুষের
গোপন চক্রান্ত থেকে মুক্তি পেতে অনেকেই দোয়ার শরণাপন্ন হন। ইসলামে দোয়া একটি শক্তিশালী অস্ত্র। আল্লাহ তা'আলা সর্বোচ্চ শক্তিমান। তিনিই আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতে সক্ষম।
কয়েকটি
গুরুত্বপূর্ণ দোয়া:
আল্লাহুম্মা
ইন্না নাঝআলুকা ফি নুহুরিহিম ওয়া
নাউজুবিকা মিন শুরুরিহিম। অর্থ: হে আল্লাহ! আমরা
তোমাকে শত্রুর মোকাবিলায় পেশ করছি, তুমিই তাদের দমন কর। আর তাদের অনিষ্ট
থেকে তোমার কাছেই আশ্রয় চাই। (আবু দাউদ, মিশকাত)
হাসবুনাল্লাহু
ওয়া নিমাল ওয়াকিল। অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই
না উত্তম কর্মবিধায়ক। (বুখারি ও মুসলিম)
আল্লাহুম্মা
মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।
অর্থ: হে আল্লাহ! কোরআন
অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করো,
তাদের দমন ও পরাজিত করো।
তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। (তাবরানি: ৯৮৯)